আওয়ার ইসলাম: তীব্র তাপদাহ-দাবানলে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মুসলমানেরা ইসতেসকার নামাজ আদায় করেছেন।
জানা যায়, সিডনির আল-রহমান মসজিদে ইসতেসকা বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জনগণকে তিন দিন রোজা থাকার আহ্বানও জানিয়েছেন। তারা জানায়, আমরা এই সংকট ও সমস্যা সমাধানের জন্য জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের অবশ্যই আমাদের নাগরিকত্বের দায়িত্ব পালন করবো।
অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ-দাবানলে শাইখ ইউসুফ ও সেদেশের মুসলমানদের এটাই প্রথম পদক্ষেপ নয়। গতমাসে সেদেশের মুসলমানেরা সিডনি ফায়ার বিভাগে দশ হাজার ডলার অনুদান করেছেন বলেও জানান তিনি।
-এটি