আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা এলাকার চারটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে দেশটির কয়েক হাজার মুসলমান সড়কে নেমে বিক্ষোভ করছেন।
রয়টার্স জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরের শহর মোত্তার মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয়। যার প্রতিবাদ ও দুর্বৃত্তদের বিচারের দাবিতে একে একে সড়কে নামতে শুরু করেন স্থানীয় মুসলিম জনতা।
দেশটির প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ কামিল শেমসু অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, দেশটিতে এখনো অনেক রাজনৈতিক নেতা রয়েছেন যারা এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মের লোকজনকে লেলিয়ে দিতে চায়। অ্যাক্টিভিস্টদের নেতিবাচক ভূমিকা এবং অনলাইনে প্রচারিত ভিডিওগুলোর কারণেই এমনটা ঘটছে।
সরকারি কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়া এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে অসমর্থতার ব্যাপক সমালোচনা করেন স্থানীয় মুসলমানরা।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন বলেছেন, হামলায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন পূর্বে স্থানীয় অর্থোডক্স গির্জায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় মসজিদগুলোতে হামলা হয়ে থাকতে পারে।
-এএ