মুফতি জিয়াউদ্দিন গালিব।।
প্রশ্ন: কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে শরীয়তের দৃষ্টিতে তার জানাজার নামাজ পড়া জায়েজ আছে কি?
জবাব: আত্মহত্যা করা শরীয়তের দৃষ্টিতে যদিও অনেক বড় গুনাহ ও বড় পাপ, তথাপি শরীয়ত তার উপর জানাজার নামাজ পড়ার অনুমতি প্রদান করেছেন, হ্যাঁ সমাজের জীবিত অন্যান্যদেরকে এধরনের কাছ থেকে সতর্ক করার জন্য বিশিষ্ট ওলামায়ে কেরাম আত্মহত্যাকারীর জানাজায় উপস্থিত না হওয়ার অনুমতি দিয়েছেন।
কিন্তু সাধারণ জনগণের দায়িত্ব হলো আত্মহত্যাকারীর জানাজা পড়া, জানাজা ছাড়া যাতে দাফন করা না হয় সেদিকে লক্ষ্য রাখা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের কর্তব্য হলো তার অপর মুসলমান ভাইয়ের জানাজা পড়া, চাই সে নেককার হোক কিংবা ভদকার হোক।
সূত্র: ফতোয়ায়ে আলমগীরী ১/১৬৩ মাকতাবায়ে জাকারিয়া। ফতোয়ায়ে মাহমুদিয়া ১৩/১৭৪ মাকতাবায়ে যাকারিয়া। হাসিয়ায়ে তাহতাবী ৬০২ মাকতাবায়ে আল ইত্তেহাদ। ফতোয়ায়ে রহিমিয়া ১/৩৬৭।
-এটি