আওয়ার ইসলাম: উত্তর সিরিয়ার রাকাতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার তুর্কির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করেছে তুরস্ক। এই অঞ্চলে তুর্কি বাহিনী প্রবেশের আগে কুর্দিদের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি চাপের মুখে তুর্কি বাহনীর হাতে এলাকা ছেড়ে দিয়েছে কুর্দিরা।
সিরিয়ার একটি এফএম রেডিও স্টেশন জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।
সিরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস আল-আইন থেকে কিছুটা দূরে আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরএম/