আওয়ার ইসলাম: গ্যালাক্সি এস১১ বাজারে এনে ২০২০ সাল শুরু করতে চায় স্যামসাং। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে উন্মোচিত হবে সিরিজটি। পাঁচটি সংস্করণের স্মার্টফোন থাকবে এতে।
সিরিজের সব ফোনের ফোনের ক্যামেরা মডিউলে নজর সবার। স্যামসাংয়ের নিজস্ব ক্যামেরা অ্যাপের কোডিংয়ে তেমনই কিছু ইঙ্গিত রয়েছে। জানা গেছে, স্যামসাংয়ের ক্যামেরা অ্যাপের সর্বশেষ সংস্করণে ৮কে ভিডিও রেকর্ডিংয়ের রেফারেন্স রয়েছে।
বোঝা যাচ্ছে এই স্মার্টফোনেই সুপার-হাই রেজ্যুলেশনের সিনেমা তৈরি করা যাবে। এই সুবিধা নিতে পারবে ইউটিউবাররা।
গ্যালাক্সি এস ১১ সিরিজের সবচেয়ে ছোট সংস্করণ হবে গ্যালাক্সি এস১১ই। এর ডিসপ্লে সাইজ হতে পারে ৬ দশমিক ২ বা ৬ দশমিক ৪ ইঞ্চি। গ্যালাক্সি এস১১ মডেলে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। ব্যাটারির শক্তি হবে ৪৩০০ এমএএইচ। সবচেয়ে বড় ডিসপ্লে থাকবে গ্যালাক্সি এস১১ প্লাস মডেলে। ফোনটির ডিসপ্লে হবে ৬ দশমিক ৯ ইঞ্চি।
এছাড়া রয়েছে ১০৮ মেগাপিক্সেল তোলার সুযোগ। এরইমধ্যে কয়েকবার ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা গুজব শোনা যাচ্ছে, যা বাস্তব হওয়ার পথে। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস১১ এ দেখা মিলবে ক্যামেরাটির।
সূত্র: টেকরাডা
আরএম/