আওয়ার ইসলাম: সময় ফুরিয়ে এসেছে গুগলের অরিজিনাল পিক্সেল ফোনের। গুগলের তৈরি প্রথম পিক্সেল ও পিক্সেল এক্সএল ফোনই অরিজিনাল পিক্সেল ফোন নামে পরিচিত।
এই ফোনগুলো আর একবার শুধু আপডেট পাবে। এরপরই ফোনগুলোর জন্য আপডেট পাঠানো বন্ধ করে দেবে গুগল। চলতি মাসে অন্যান্য সব পিক্সেল ফোনে আপডেট পাঠালেও অরিজিনাল পিক্সেল ফোনের জন্য আপডেট পাঠায়নি গুগল।
ডিসেম্বরে শেষবারের মতো আপডেট পাঠানো হবে বলে সংবাদ মাধ্যম দ্য ভার্জকে নিশ্চিত করেছে গুগল। ২০১৬ সালে যখন অরিজিনাল পিক্সেল সিরিজ আনা হয় তখন পরবর্তী দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাঠানোর নিশ্চয়তা দিয়েছিলো টেক জায়ান্টটি।
তবে এই বছরে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাঠিয়ে প্রতিশ্রুত সময়ের চেয়ে আরও এক বছর সময় বাড়িয়েছে গুগল।অরিজিনাল পিক্সেল ফোনের উৎপাদন বন্ধ হয় ২০১৮ সালের এপ্রিলে। সূত্র: টেক শহর।
-এএ