শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের সব অন্যায়ের বিচার হবে : ডা. জাহিদ কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব

ছড়ায় ছড়ায় বিশ্বনবী সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদ উঠেছে মরুর বুকে
আমিনুল ইসলাম হুসাইনী

একটা সময় এই পৃথিবীর
দুঃখ ছিল খুবই
কারণ তখন সত্য-ন্যায়ের
সূর্য ছিল ডুবি।

সেই সময়ে মানুষ ছিল
পশুর চেয়ে মন্দ
তুচ্ছ বিষয় গুচ্ছ করে
লাগতো ভীষণ দ্বন্দ্ব।

পাপাচারের সব শাখাতেই
বিজ্ঞ ছিল সবাই
স্বার্থ পেলে আপন ছেলে
করতো পিতা জবাই।

অবশেষে মরুর দেশে
উঠলো হেসে চাঁদ
সেই হাসিতে মরুবাসি
ভাঙলো খুশির বাঁধ।

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
চাঁদ উঠেছে চাঁদ
মা আমিনার নয়ন মণি
নবী মুহাম্মাদ।

আশেকে রাসূল
জিসান মেহবুব

রাসূল তৈরি নূর না মাটির
বিতর্কে খুব জড়ায়
যারা বলে মাটির রাসূল
নিন্দা তাদের ছড়ায়।

কিয়াম নিয়ে লাফায় দেখি
আবেগ সীমা ছাড়ায়
দ্বীনের নামে এসব আশেক
বিভেদ খালি বাড়ায়।

মুখে নবীর আশেক সেজে
মনগড়া দ্বীন বানায়
দাড়ি ছাড়া আশেক হলে
কক্ষনো কি মানায়?

 

তাঁর শাফায়াত
ইফতেখার শিবলী

সকল যুগের সকল দেশের
শ্রেষ্ঠ সে কোন জন?
জবাব তাহার সহজ অতি
জানে অামার মন।

জবাব হলো সর্বশ্রেষ্ঠ
অামার মহানবী
জগৎ জুড়ে তাঁকে নিয়ে
লিখছে হাজার কবি।

সর্বশেষ নবী রাসূল
মুহাম্মদ সা. তাঁর নাম
তাঁহার শিক্ষা বড় অতি
হয় না কোনো দাম।

শেষ বিচারে তাঁর শাফায়াত
চাইছি খোদা অামি
সেই উপহার আমার কাছে
সবচে’ বেশি দামী।

 

আসলো নবী
পথিক মুহাম্মদ ইদ্রিস

আজ ধরাতে
সাজ ছড়াতে
মা আমেনার কুল হয়ে

হাসলো সবই
আসলো নবী
এই ধরণীর মূল হয়ে।

প্রিয় নবী
স্বীয় রবি
বিশ্বটাকে নূর করে

কালো ধরায়
আলো ছড়ায়
সকল আঁধার দূর করে।

নূর মদিনা
দূর যদি না
হলে যেতাম অধম রোজ

পাঁচ সালাতে
খাস সালাতে
সেই বাড়াতাম কদম রোজ।

নবীর শানে
কবির গানে
দরুদ সালাম ছন্দ হোক

ভক্তি নামে
রক্তি বামে
এসব বিদাত বন্ধ হোক!

সল্লি আলা মুহাম্মাদ
ফয়েজ হাবীব

আসমানি এক শান্তি নামে
মনের মাঠে
প্রিয় নবীর ভালোবাসার
দুরুদ পাঠে ।

নামের হরফ নুর-তাজাল্লি
তাঁর নামেতে
পড়লে দুরুদ হৃদয় জুড়ায়
যার দামেতে।

রহমবারি বর্ষিত হয়
যায় ভিজে মন
মর্যাদাটা খুব বেড়ে যায়
পাঠকারী জন ।

সল্লি আলা মুহাম্মাদিন
হে প্রিয়তম
আর কেহ নয় তুমিই কেবল
যে অনুপম।

খুকির পরামর্শ
কামরুল অারেফিন

আচ্ছা আম্মু বলো শুনি
কে আমাদের নবি
কে আমাদের রঙধনু ও
কে আমাদের রবি

আচ্ছা আম্মু বলো শুনি
কোথায় তিনি থাকেন
কোন দেশে তাঁর জন্ম এবং
ক্যান আমাকে ডাকেন?

কী করলে ভাব জমে খুব
তাঁর সাথে হয় পেয়ার
ঘুমের রাজ্যে রাতদুপুরে
গল্প করেন শেয়ার

আম্মু তুমি জানো না তা!
সিরাত সিরিজ পড়ো
আমার মতো জানবে দেখো
সব কিছু তরতরো।

ওই মদিনায়
ইলিয়াস হক মোকামী

নৌকা চড়ে কত মানুষ
যাচ্ছেরে দূর গাঁয়ে
দয়া করে মাঝি আমায়
নাও না তুলে নায়ে।

যাবো আমি ওই মদিনায়
যেথায় আছেন নবী
যাও নিয়ে যাও মাঝি আমায়
আমি অধম কবি।

টাকা পয়সা নেইকো আমার
নেইকো পাখির ডানা
কোন্ সে পথে যেতে হবে
পথটাও নেই জানা।

পাখির মত থাকলে ডানা
উড়ে যেতাম কবে
নবীর শানে গান গাইতাম
মধুর কলরবে।

মরুর ফুল
খুরশিদ আলম

মরুর বুকে ফুটলো ছেদে
নয়নাভিরাম পাপড়ি ভেদে

ফুটলো যে ফুল সবুজ শাঁখে
খুশিতে রাত জোছনা মাখে।

আসলো ভ্রমর মৌমাছিরা
কুড়িয়ে নিল মানিক-হিরা

পিক-পাপিয়া ধরলো বীণা
খুশিতে নাচে তা-ধিন-ধিনা।

আকাশ-বাতাস তুললো ধ্বনি
‘মুহাম্মাদ’ নাম সোনার খনি

তিনিই রাসূল নূরের আভা
তাঁর গানই গাই রাত্রি-দিবা।

আলোর ফোয়ারা
সুলতান আফজাল আইয়ূবী

দোজাহানের শ্রেষ্ঠ মানব
ওগো রাসূল তুমি
তোমায় পেয়ে মানব দানব
ধন্য হলো ভূমি।

আঁধারের ওই নিকষ কালোয়
ডুবলো যবে সবি
সত্য পথের বার্তা নিয়ে
উঠলে হয়ে রবি।

তোমার ছোঁয়ায় বিশ্ব জাহান
পেল সঠিক পথ
সরল পথের পথিক পেয়ে
ছাড়লো ভ্রান্ত্র মত।

শান্তি বার্তা বাহক
তুমি আলোর ফোয়ারা
তোমার আলোতে যে
বিশ্ব আজ মাতোয়ারা।

সেইতো মোদের রাসূল
মুহাম্মদ রাসেল রাবী

আরব মরুতে নীরব প্রভাতে
সৃজিলো স্নিগ্ধ মুকুল
বিজন ভূ-পাতে স্বজন সূরতে
ছড়লো স্বর্গ বকুল৷

আঁধার এ নিলয় নূরানী আলোয়
উদিলো ঊষার রবি
ধ্বংস বিজয় কিসরা চূড়ায়
মুর্তি নিপাত সবি৷

কার মু’জিযায় হস্ত শারায়
টুকরো দু’পাট শশী
কোন সে মহান কার আগমন
টুটলো তিমীর নিশি৷

হাশর হতাশে শীতল পরশে
করবে যে পার পুল
জামিলে শীয়াম শাফীয়ে উমাম
সেই তো মোদের রাসূল৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ