মুফতী আব্দুস সবুর খান ।।
শুরু হচ্ছে ওয়াজ মাহফিলের মওসুম। যেকোন ফল ইত্যাদির মওসুম থাকে৷ আমাদের দেশে মাহফিলেরও মওসুম আছে, তাহলো শীতকাল৷ যা ইতিমধ্যে আসি আসি করছে৷ বক্তাদের কাছে আমি নগণ্যের কয়েকটি নিবেদন:
এক. ইতিবাচক আলোচনাকে প্রাধান্য দিন। শ্রোতাদের অধিকতর ফায়দার দিকে মনোযোগ দিন।
দুই. ভিত্তিহীন, বানোয়াট কিচ্ছা কাহিনী পরিহার করুন৷ কুরআন, হাদিস ও আকাবির ও আসলাফের নির্ভরযোগ্য ঘটনাবলী বলুন।
তিন. লৌকিকতা করে অন্যের সুর নকল করা থেকে বিরত থাকুন৷ এতে নিজেকে হাসির পাত্র হতে হয়৷
চার. আল্লাহর দেয়া আপনার ফিতরে লাহজায় দীনের কথা দিলের দরদ নিয়ে বলুন৷
পাঁচ. আয়োজকদের আপ্যায়ন, আপনাকে দেয়া হাদিয়া ইত্যাদি নিয়ে যেকোন অশোভন আচরণ থেকে বিরত থাকুন৷
ছয়. যে কোন সহিহ হাদিস গ্রন্থ নিয়মিত মুতালাআয় রাখুন৷
সাত. আল আহাম ফাল আহাম তথা অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলুন৷ অহেতুক আলোচনা এদিক সেদিক করা থেকে বিরত থাকুন।
আট. নিজের ঢোল নিজে পেটানো থেকে বিরত থাকুন৷ নিজের মাহফিলের পোস্টার প্রচার, যাওয়ার সময় সেলফি, এসে সেলফি, গাড়িতে বসে সেলফি এসব থেকে সম্পূর্ণ পরিহার করুন৷ ইনশাআল্লাহ মর্যাদা বাড়বে৷
নয়. বেশির চেয়ে বেশি আমাদের আকাবির ও আসলাফের হাওয়ালায় কথা বলুন৷
দশ. সর্বোপরি নিজের মধ্যে দীনকে ফিট করার প্রতি গুরুত্ব দিন৷ সফরে নামাজ, পর্দা, সফর সঙ্গির হক সম্পর্কে সযাগ থাকুন৷
লেখক : নায়েবে মুফতী, জামিয়া আকবর কমপ্লেক্স মিরপুর, ঢাকা
আরএম/