আওয়ার ইসলাম: বন্দুক দ্বারা শিকার করা পশু পাখি জবেহের পূর্বে মারা গেলে তা খাওয়া জায়েজ হবে কি?
জবাব: সাধারণত বন্দুকের বুলেট দুই ধরনের হয়ে থাকে। ১. এমন বুলেট যা ধারালো বা চোখা নয়। এরকম বুলেট দ্বারা শিকার করা পশু বা পাখি জবেহের আগে মারা গেলে তা খাওয়া হালাল হবে না।
২. এমন বুলেট যা ধারালো বা চোখা হয়। এরকম বুলেট দ্বারা বিসমিল্লাহ বলে শিকার করলে তা জবেহের আগে মারা গেলেও খাওয়া হালাল। কেননা দ্বিতীয় প্রকার বন্দুকের বুলেট তীরের হুকুমে।
সূত্র: ফাতওয়া শামী: ৬/৪৭২, হাশীয়াতুত্ দাসূকী আল শারহিল কাবীর- ২/১০৩-১০৪।
-এএ