আওয়ার ইসলাম: আল্লাহপাক পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, তোমার রব যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখছেন (সুরা বনি ইসরাঈল, আয়াত- ৩০)।
আল্লাহপাক তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করেন তার জন্য রিজিকের দরজাকে প্রশস্ত করে দেন এবং তিনি তাকে প্রাচুর্য দান করেন। সকল মানুষই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষায় রয়েছেন। হতে পারে আপনার এই চাকরিহীন অবস্থা আপনার রবের পক্ষ থেকে কোনো পরীক্ষা।
আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখেন তাহলে তিনি আপনার কাছ থেকে তার এই পরীক্ষা উঠিয়ে নেবেন এবং আপনাকে চূড়ান্ত সফলতা দান করবেন, যা আপনি কল্পনাও করেননি।
জীবন একটি ক্ষণস্থায়ী পরীক্ষা ছাড়া আর কিছুই না। আপনার রব আপনাকে হয়তো আরো নিয়ামত দিয়েছেন। আপনি সেই বিষয়ে শুকরিয়া আদায় করুন। আর আপনার প্রতিপালক আপনার অবস্থা সম্পর্কে খুব ভালো জানেন। তিনি ছাড়া কেউ আপনাকে এই সঙ্কট থেকে উদ্ধার করতে পারবেন না। সুতরাং তার কাছে দোয়া করুন। তিনি অবশ্যই আপনাকে আপনার এই সঙ্কট থেকে উদ্ধার করবেন।
এই ব্যাপারে আল্লাহর শেখানো উত্তম দোয়া হলো-
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
অর্থ : ‘হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস : আয়াত ২৪)
দোয়ার উৎস: পবিত্র কুরআনে আল্লাহপাক বলেছেন, এ কথা শুনে মূসা তাদের জানোয়ারগুলোকে পানি পান করিয়ে দিল। তারপর সে একটি ছায়ায় গিয়ে বসলো এবং বললো, হে আমার প্রতিপালক! যে কল্যাণই তুমি আমার প্রতি নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। (সুরা কাসাস, আয়াত- ২৪)
এছাড়া রাসূলের সা. বিভিন্ন হাদিসে বিপদকালীন ধৈর্যধারণ করা এবং হতাশ না হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ মহানের কাছে প্রার্থনা করার বিশেষ দিক-নির্দেশনা এসেছে।
সূত্র : মুসলিমস্টোরিজ.টপ
আরএম/