আওয়ার ইসলাম: ওমর ইবনে আব্দুল আজিজ রহ.। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রা. এর দৌহিত্র। ইসলামের ইতিহাসে তার ন্যায়-নিষ্ঠতা ও খোদাভীরুতার কথা আজো স্বার্ণাক্ষরে লেখা রয়েছে। ইসলামী সালতানাতের ইতিহাসে আত্মসংযমী, ন্যায়-পরায়ন ও মিতব্যায়ী শাসক হিসেবে ওমর ইবনে আব্দুল আযিয রহ. ছিলেন অন্যন্য ব্যক্তিত্ব।
খলিফা হওয়ার পর তিনি বিভিন্ন সময়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। তাতে তিনি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ নসীহত বা উপদেশ প্রদান করেন। যা সময়ে সময়ে প্রতিটি মানুষের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক। এমনকি আমাদের জন্যও। সুতরাং, তার তিনটি মূল্যবান উপদেশ জেনে আসি-
১. বাদশা ও প্রজার পার্থক্য
জেনে রাখুন, আমি আপনাদের মাঝে শ্রেষ্ঠ নই; বরং আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। তবে পার্ধক্য হচ্ছে আল্লাহ আমার উপর এক গুরু দায়িত্ব অর্পন করেছেন।
২. জান্নাতের সবক
হে সন্তানেরা, তোমরা প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে তোমাদের বাবা জাহান্নামে যাওয়ার চেয়ে অভাব-অনটনে থেকে জান্নাতে যাওয়া আমার কাছে অধিক পছন্দের।
৩. প্রকৃত সস্কার
আমার চিঠি পাওয়ার পর পুরো শহরকে ন্যায় ও ইনসাফের চাদরে ঢেকে দিবে। আর প্রত্যেক অলিগলি জুলুম-নির্যাতনমুক্ত রাখবে। মূলত এটাই নগরীর প্রকৃত সস্কার কাজ।
তথ্যসুত্র: মাদানী কুতুবখানা প্রকাশিত ‘গল্পে গল্পে ওমর ইবনে আব্দুল আযিয রহ.’
আরএম/