সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


২২ বছর পরেও কবরে সতেজ নাসির আহমদ, কাফনের কাপড়ও অক্ষত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে প্রবল বৃষ্টিতে কবরস্থানের মাটি সরে একটি কবর উন্মোচিত হয়ে গেলে ২২ বছর আগে কবর দেয়া ব্যক্তির সতেজ মরদেহ বেরিয়ে আসে। কাফনের কাপড়েও দাগ পড়েনি একটুও।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, এ আশ্চর্য ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বান্দা জেলার বাবিরো অঞ্চলে। যেখানে বৃষ্টিপাতের কারণে কবরস্থান ডুবে গিয়েছিলো পানির নীচে। মাটি ধসে অনেক কবর থেকে সরে গিয়েছিলো মাটি।

একটি কবরে পুরো অক্ষত মরদেহ দেখে পুরো গ্রামে বিষ্ময় দেখা দেয়। দলে দলে মানুষ ছুটে আসে। সবার মুখ থেকে বেরিয়ে আসে সুবহানাল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানায়, অক্ষত মরদেহটির কাফনের উপরও একটি দাগ পর্যন্ত পড়েনি।

আল্লাহর এ নেক বান্দা সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, ২২ বছর আগে মুহাম্মদ নাসির আহমদ নামের এ আল্লাহর বান্দা মৃত্যু বরণ করেন। মৃতের এক আত্মীয় তাকে সনাক্ত করে বলেন তিনিও ২২ বছর আগে তার জানাজায় অংশ নিয়েছিলেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন বলেও জানা যায়।

খবরটি গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে গেলে মানুষজন দূরদূুরান্ত থেকে এ অলৌকিক ঘটনা দেখতে আসেন। স্থানীয়রা বলছেন ‘এটি একটি অলৌকিক ঘটনা, নাসির আহমদ ভাল মানুষ ছিলেন, আল্লাহ তার মঙ্গল করুন। তাকে জান্নাতবাসী করুন’

সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ