আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর নয়া পল্টনে এক বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিছুই করতে পারেনি, কিছুই পারেনি। এতোদিন হয়ে গেলো আপনারা একজন মানুষকেও ফেরত পাঠাতে পারলেন না। এই ব্যর্থতা তো চরম ব্যর্থতা। আপনারা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একজনকেও আপনারা প্রত্যাবাসন করতে পারেননি। তারপরে আবার ধমক দেন পররাষ্ট্রমন্ত্রী। বাহ! এতো দিন ধরে। আপনাদের নাকি এতো বন্ধু আছে তারা কেউ কিছু করতে পারলো না আপনাদের জন্য। অথচ এই যে এতোগুলো মানুষের চাপ বাংলাদেশকে সহ্য করতে হচ্ছে।
তিনি বলেন, সরকার কূটনৈতিকভাবেই কেবল ব্যর্থ নয়, অর্থনৈতিকভাবে ব্যর্থ, আইনশৃঙ্খলা পরিচালনা করতে ব্যর্থ। তাই চারিদিকে রক্ত ঝরছে, লাশ পড়ছে, নারী-শিশুরা নির্যাতিত হচ্ছে।
-এএ