আওয়ার ইসলাম: রোহিঙ্গা প্রত্যাবাসন উপলক্ষ্যে তালিকাভুক্তদের সাক্ষাৎকার শুরু হয়েছে। দুপুরে টেকনাফের রোহিঙ্গা শিবিরে এ প্রক্রিয়া শুরু করেছেন ইউএনএইচসিআর প্রতিনিধিরা।
টেকনাফের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন জানিয়েছেন, প্রত্যাবাসনের তালিকা ধরে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এজন্য ক্যাম্প ইনচার্জ অফিসের পাশে বেশ কয়েকটি অস্থায়ী ঘর করা হয়েছে।
পর্যায়ক্রমে ৩ হাজার ৫৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। ২২ আগস্ট এসব রোহিঙ্গা শরনার্থীকে ফেরত নেয়ার মধ্য দিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবার কথা রয়েছে।
-এটি