আওয়ার ইসলাম: রাজধানীর লালবাগের চাঁদনিঘাটে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই তদন্ত কাজ শুরু করে কমিটি। এদিকে সকালেও পুড়ে যাওয়া কারখানার কোথাও কোথাও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। এর আগে ২০০২ সালেও একইভাবে আগুনে পুড়ে যায় ওই এলাকার আরও একটি কারখানা।
এরপর থেকেই ট্রান্সফরমারগুলো কিছুটা উপরে স্থাপনের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। আবাসিক এলাকা থেকে এইসব কারখানা ও গুদাম স্থানান্তরের দাবিও করেছেন এলাকাবাসী।
অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে পুরো এলাকায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মোমেন বলেন, এখনো বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করছি যে, এটা হয়তো শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে।
আরএম/