বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মালয়েশিয়ায় জাকির নায়েকের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া নিয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে তিন মন্ত্রী বহিষ্কারের দাবি জানানোর পর তার বিরুদ্ধে তদন্তে নেমেছে মালয়েশিয়ার পুলিশ। খবর দ্যা স্টার অনলাইন ও স্ট্রেইস টাইমস-এর।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সিলংগরের পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ফেডারেল সিআইডি পরিচালক হুজির মোহাম্মদ বলেছেন, গম্বাক-এ তৈরি করা একটি প্রতিবেদনের ভিত্তিতে আমরা জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি।  এ বিষয়ে এখন পর্যন্ত প্রায় ১১৫ টি প্রতিবেদন দায়ের করা হয়েছে।

জাকির নায়েক তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। ভারতীয় এই বক্তার প্রতি অভিযোগ তিনি অর্থ পাচানরের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায় নিয়ে এক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

- জাকির নায়েক সম্পর্কে আরও জানতে ক্লিক করুন

জাকির নায়েক সম্প্রতি এক বক্তৃতায় বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত।

দেশটির ওই তিন মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরি করার উদ্দেশ্যে এ মন্তব্য করা হয়েছে। অবশ্য জাকির নায়েক তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।

আরএম/

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ