আওয়ার ইসলাম: বাড়ির ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির দুই মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার রাজধানীর গুলশান-২ এর ৪৪ নং রোডের প্লট নং এন ডব্লিউ বি ২৮(১১৯) নম্বর বাড়ির ছাদে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
বাড়িটির মালিক ওমর ফারুক ও ওয়াসিম হাওলাদার নামের দুই ব্যক্তি। ওমর ফারুক জরিমানার এক লাখ টাকা পরিশোধ করেছেন। তবে ওয়াসিম হাওলাদার টাকা পরিশোধ না করায় তাকে গুলশান থানার মাধ্যমে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ডেঙ্গু প্রতিরোধে কয়েকদিন ধরেই রাজধানী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গুলশানের বাড়িটির ছাদে অভিযান চালালে জমে থাকা পানিতে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া দেখা যায় ছাদটি অত্যন্ত নোংরা। যেখানে সেখানে মাটির পাত্রে পানি জমে আছে, আগাছা জন্মেছে, পড়ে রয়েছে পরিত্যক্ত খোলা টিন ও কমোড।
তিনি আরও বলেন, এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় তাই বাড়ির দুই মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-এএ