আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় সোমবার (১২ আগস্ট) শেষ হলো যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা। আফগানিস্তানের তালেবান ও মার্কিন সরকারের মধ্যকার সর্বশেষ এ আলোচনা মার্কিন সৈন্য প্রত্যাহারের একদফা দাবিতে পরিণত হয়েছে।
তালেবান বলেছে, আফগানিস্তান থেকে কবে ও কীভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে সেটিই এখন মৌলিক বিষয়।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, দু’পক্ষ এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করবে।
মার্কিন সরকার ও তালেবানের মধ্যে এটি ছিল অষ্টম দফা আলোচনা। তবে বৈঠকের ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অষ্টম রাউন্ড আলোচনার পর মার্কিন প্রতিনিধি জালমে খালিলজাদ কোনো মন্তব্য করেননি। তবে টুইটারে তিনি রোববার বলেছিলেন, আশা করি এরপর আর আফগানিস্তানে যুদ্ধের ভেতরে ঈদ উদযাপিত হবে না।
আরএম/