আওয়ার ইসলাম: জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচরে জেলা সদর থেকে রৌমারী মূল সড়কের সংযোগ সেতুটি ভেঙে ৪ জন আহত হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামের দশানি শাখা নদীর ওপর সেতুটিতে ৪ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ভেঙে গিয়ে যাত্রীসহ অটোরিকশাটি নদীতে পড়ে যায়। এতে যাত্রীরা সবাই আহত হন।
তাদেরকে উদ্ধার করেছেন স্থানীয়রা। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল এসে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটিকে উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, সাম্প্রতিক বন্যায় সেতুটির নিচের মাটি সরে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সেতু ভেঙে ৪ যাত্রীসহ একটি অটোরিক্সা খাদে পড়ে গেলে ৪ জন আহত হন। সেতুটি ভেঙে যাওয়ায় ইসলামপুর উপজেলার সঙ্গে বকশগিঞ্জ হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
-এএ