বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


খুন হতে পারেন জাকির নায়েক, আশঙ্কা মাহাথিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ইসলামি বক্তা ও বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে ভারত পাঠালে তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন মাহাথির।

সেপাংয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাথির মোহাম্মদ এ আশঙ্কা প্রকাশ করেছেন। খবর মালয় মেইল’র।

তিনি বলেন, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অনুপ্রেরণার অভিযোগের মামলায় জাকির নায়েককে ভারতে পাঠালে তিনি হত্যার শিকার হতে পারেন।

তিনি আরও বলেন, আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো, আমরা তাকে (জাকির নায়েক) ফেরত পাঠাতে পারি না। কেননা তিনি হত্যার ঝুঁকির মধ্যে আছেন। তাই তিনি (জাকির নায়েক) আজ এখানে, তবে কোন দেশ যদি তাকে নিতে চায়, তারা নিতে পারে,’ বলেন মাহাথির।

এদিকে, মালয়েশিয়ার মন্ত্রিসভায় জাকির নায়েকের বিষয়টি নিয়ে বুধবার আলোচনা হওয়ার কথা রয়েছে। তিনি দেশটিতে থাকতে পারবেন কিনা তা মন্ত্রীসভার ওই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ