বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


'কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না কিংবা শাসন করতে পারে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

কাশ্মির ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করে ভারতের প্রভাবশালী মুসলিম নেতা ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না কিংবা শাসন করতে পারে না।

সর্ব ভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান এ নেতা বলেন, কাশ্মীরের ভূমির জন্য ভারত সরকারের ভালোবাস আছে, কিন্তু সেখানে যারা বসবাস করেন, তাদের জন্য না। সরকার ক্ষমতাকে ভালোবাসে, কিন্তু ন্যায়বিচারকে না।

ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্টের খবরে এমন তথ্য জানা গেছে।

আসাদুদ্দিন বলেন, সরকার কেবল ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না কিংবা শাসন করতে পারে না।

এর আগে কাশ্মীরিদের মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়ে ওয়াইসি বলেন, কাশ্মীরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাদের ফোনে কাজ করছে না। তাদের ছেড়ে দিতে হবে সরকারকে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ