বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না: পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে ছিল। কাশ্মীর নিয়ে কখনও কোনো সমঝোতা হতে পারে না।

বুধবার পাকিস্তান ঘোষিত ‌‌কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে দেশটির আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের এক বিবৃতিতে সেনাপ্রধান এ মন্তব্য করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর।

জাভেদ বাজওয়া বলেন, ১৯৪৭ সালের একটি কাগজের লেখাতে কাশ্মীরের অবস্থানকে বদলানো যাবে না। কাশ্মীরকে এখন বা ভবিষ্যতে কেউ পদাবনত করতে পারবে না।

কাশ্মীরি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাক সেনাপ্রধান বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে ছিল।ভারতের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা কাশ্মীরি জনগণকে সর্বাত্মক সহযোগিতা করব।

কাশ্মীর বিষয়ে কোনো সমঝোতার সুযোগ নেই জানিয়ে জেনারেল কামার বাজওয়া আরও বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমরা কাশ্মীরিদের পাশে সীসাঢালা প্রাচীরের ন্যায় দাঁড়াবো। এ জন্য আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। কাশ্মীর বিষয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ