বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


জম্মু-কাশ্মিরে বিধানসভা আসন পুনর্বিন্যাসের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজ্যভাগের পর এবার জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন পুনর্বিন্যাস নিয়ে বৈঠক করেছে ভারতের নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি নিয়ে প্রথম বৈঠক করে কমিশন। খবর জি নিউজের।

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা ও কমিশনার সুশীল চন্দ্রা।

এর আগে গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করেছে কেন্দ্র। পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে রাজ্যটিকে। একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। জম্মু ও কাশ্মীরে থাকছে বিধানসভা। লাদাখে কোনও বিধানসভা থাকছে না।

তবে এ বিভাজনের আগ থেকেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা আসন পুনর্বিন্যাস কথা ভাবছিল কেন্দ্র। এবার এর উদ্যোগ নিল।

এদিকে, রাজ্যের বিধানসভা আসন পুনর্বিন্যাস নিয়ে আগেই প্রতিক্রিয়া জানিয়েছিল ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি।

এ বিষয়ে ওমর আবদুল্লাহ গত জুনে জানান, সরকার দেশের অন্যান্য স্থানেও ডিলিমিটেশন করেছে। জম্মু ও কাশ্মীরেও তা করে দেখুক।

অন্যদিকে মেহবুবা মুফতি জানান, এ নিয়ে সরকারের গোটা পরিকল্পনার কথা আগে জানতে চাই। কারণ এভাবে সাম্প্রদায়িক ভাবনা থেকে রাজ্যকে ভাগ করতে চায় সরকার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ