আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগ এবং দেশটির আগামী স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। কিন্তু প্রশাসন তাদের ওপর লাঠিচার্জ করার পাশাপাশি অন্তত ১৩০০ জনকে আটকের অভিযোগ উঠেছে।
গতকাল রোববারের বিক্ষোভে ঠিক কত লোক অংশ নিয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে গত শনিবারের চেয়ে তা অনেকটা কম ছিল। অবশ্য রুশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন হাজার লোক রাস্তায় ছিল। তবে এর মধ্যে সাংবাদিক ছিল প্রায় সাত শ।
আগামী ৮ সেপ্টেম্বর দেশটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, পুতিনবিরোধীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নানা অজুহাত দেখিয়ে ইতোমধ্যে ৩০ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
তারা নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে সরকারের প্রতি দাবি জানায়। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পদত্যাগ করার আহ্বানও জানানো হয়। আর উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন বিরোধী নেতারা।
এর আগে শনিবার মস্কোর মেয়র নির্বাচনে অংশ নিতে বিরোধী দলগুলোর প্রার্থীদের বাধা দেয়ার প্রতিবাদে রাশিয়ার বিরোধীদলের নেতা অ্যালেক্সি নাভালনির ডাকে ওই বিক্ষোভ হয়।
-এএ