আওয়ার ইসলাম: কাশ্মিরে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত দশ হাজার সদস্য মোতায়েন করেছে ভারত। সন্ত্রাসবিরোধী অভিযান জোরালো করতে অতিরিক্ত এ সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কাশ্মীরে দুই দিনের সফর শেষ করে আসার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন অজিত ডোভাল। তারপরেই উপত্যকায় এ অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কাশ্মির পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং জানিয়েছেন, উত্তর কাশ্মিরে মোতায়েনের জন্য তারা এরইমধ্যে এসব নিরাপত্তা সদস্যদের চাহিদাপত্র দিয়ে রেখেছেন।
দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত এইসব সদস্য কাশ্মিরের সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরালো করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করবে।
দিলবাগ সিং জানিয়েছেন উত্তর কাশ্মীরে ফোর্স কম ছিল সেই জন্যেই আমাদের প্রয়োজন ছিল অতিরিক্ত সেনার। ১০০ কোম্পানি সেনা আমার চেয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যেই বিমানে করে তাঁদের পাঠানো হয়েছে।
-এএ