আওয়ার ইসলাম: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির পর নিখোঁজ আছেন শতাধিক মানুষ, এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ১ জনের মরদেহ। জীবিত উদ্ধার হয়েছেন ১৩২ জন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চিত করেছে।
লিবিয়ার কোস্টগার্ড জানায়, দুই শতাধিক আরোহী নিয়ে গতকাল বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছের কোমাস উপকূলে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা কয়েকজনকে উদ্ধার করেন। পরে অভিযানে যোগ দেয় লিবিয়ার কোস্টগার্ড।
নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে জানিয়েছে উদ্ধারকারীরা। গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা এড়াতে, এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা, ভূমধ্যসাগরের এই পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।
-এটি