আওয়ার ইসলাম: সোমালিয়ায় দুইদিনে পৃথক হামলায় সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২১ জন।
গতকাল বুধবার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় দুই জেলা প্রশাসকসহ অন্তত ৬ জন নিহত হয়। মোগাদিসুর মেয়র, কয়েকজন জেলা প্রশাসকসহ আহত হয়েছেন আরো ৬ জন।
এদিন, মেয়র অফিসে নিরাপত্তা বিষয়ক সম্মেলন চালাকালে আত্মঘাতী হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। হামলাকারী মেয়র অফিসের সম্মেলন কক্ষে কিভাবে প্রবেশ করেছে তা এখনো জানা যায়নি। এছাড়া, এর দুদিন আগে, ব্যস্ত এলাকায় নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরক ভর্তি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়। আহত হয় আরো ১৫ জন।
হামলা দুটির দায়ই স্বীকার করেছে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব। দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারকে উৎখাতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এ উগ্রপন্থীরা।
-এটি