বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


সংকট সমাধানের আশ্বাসে ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসনের আশ্বাসে অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষার্থীরা।

এক সপ্তাহ পরে আজ বৃহস্পতিবার পুরোদমে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সংকট সমাধানে কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।

৭ কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে টানা এক সপ্তাহ ধরে অচল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংকট সমাধানের আশ্বাসে অবশেষে ক্লাসে ফিরে গেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ক্যাম্পাস। আন্দোলনকারীরাও কর্মসূচি স্থগিত করে।

সংকট সমাধানে এরই মধ্যে উপ-উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অধিভুক্তি নিয়ে কি সংকট হচ্ছে অধিভুক্ত বাতিল হলে সেটা কি উপায়ে হতে পারে কমিটি এসব বিষয়ে প্রতিবেদন দেবে।

তবে যে সিদ্ধান্তই হবে সেটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ভালোর জন্যই হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ