আওয়ার ইসলাম: বৃহস্পতিবার ফের লোকসভায় তিন তালাক বিল পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই বিলের বিরোিধতা করা হবে বলে আগেই জানিয়েছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল।
কিন্তু বৃহস্পতিবার লোকসভায় বিলটি পেশ করার পর রবিশঙ্কর প্রসাদ বলেন, দেশে লিঙ্গ বৈষম্য দূর করতে এই আইন অত্যন্ত জরুরি। ২০১৭ সালে শীর্ষ আদালত এই প্রথা নিষদ্ধ ঘোষণা করার পরেও দেশে একের পর এত তিন তালাকের ঘটনা ঘটে চলেছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দেশে ৫৭৪টি তিন তালাকের ঘটনা ঘটেছে।
তিন তালাক বিলে জামিন অযোগ্য ধারা হলেও অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে নিজের জামিনের আবেদন জানাতে পারবেন। জামিন অযোগ্য ধারা হলে পুলিস জামিন দিতে পারবে না ঠিকই তবে ম্যাজিস্ট্রেট চাইলে জামিন দিতে পারেন।
স্ত্রীর কাছ থেকে বয়ান শোনার পরেই জামিন পেতে পারেন স্বামী। লিঙ্গ বৈষম্য দূর করতে এই আইন কার্যকর করা অত্যন্ত জরুির বলে জানিয়েছেন তিনি। তাই সাংসদদের উচিত এই বিলে সমর্থন জানানো।
-এটি