আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় আরও পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। তারা হচ্ছেন, রাজু আহমেদ, মুরাদ, বিল্লাল, আসাদুল ইসলাম ও সোহেল রানা।
গতকাল বুধবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, গণপিটুনির ভিডিও ফুটেজ দেখে এই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাঁচ জনকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
পুলিশ জানায়, রেণু হত্যা মামলায় এর আগে আরও সাত জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হল।গুজব ছড়ানো নারীকে খুঁজছে পুলিশ। এ ঘটনার প্রধান হোতা হৃদয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ গণপিটুনিতে অংশ নেওয়া কয়েকজনের নামও প্রকাশ করেছে সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে পিটুনি দিলে তার মৃত্যু হয়।
রেনুকে হত্যার জন্য পরিবারের সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও অফিস সহকারী জান্নাতুল ফেরদাউসকে দায়ী করেছেন। এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ থেকে ৫শ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।
-এটি