আওয়ার ইসলাম: ডেঙ্গু রোগের চিকিৎসায় প্রয়োজনে সেনাবাহিনীর সামরিক হাসপাতালও সহায়তা করবে। একথা জানিয়েছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেন, সাধারণ হাসপাতালে সংকুলান না হলে ডেঙ্গু রোগীদের সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হবে বলে জানান জেনারেল আজিজ আহমেদ।
সকালে ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযান উদ্বোধন করে তিনি বলেন, বর্তমানে সামরিক বাহিনীর সাড়ে চারশো সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এর মধ্যে ৯৫ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, সারা দেশের সব পদাতিক বিভাগসহ সেনাবাহিনীর সব দপ্তর প্রধানদের ডেঙ্গু প্রতিরোধে কার্যকর অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ারও পরামর্শও দেন জেনারেল আজিজ আহমেদ।
-এটি