আওয়ার ইসলাম: মাঠ পর্যায়ে ব্যবহার হয় ভেজাল ওষুধ, যদিও আসল ওষুধ পরীক্ষা করা হয়। এ কারণে মশা মরে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
সকালে এডিস মশা নির্মূল ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা হাইকোর্টে হাজির হন। পরে আদালত এক সপ্তাহের মধ্যে মশার কার্যকর ওষুধ আনার বিষয়ে জানাতে তাদের নির্দেশ দেন।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওষুধের কার্যকারিতা যাচাইয়ে তৃতীয় পক্ষ হিসেবে ওষুধের নমুনা বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। কিন্তু আদালত প্রশ্ন তোলেন, ওষুধ ঠিক না থাকলে মশা মরবে কিভাবে।
পাশাপাশি গত ১৫ জুলাই মশার কার্যকর ওষুধ আনার বিষয়ে বৈঠক হলেও এখনো সিদ্ধান্ত নিতে না পারায় সিটি করপোরেশনের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেন আদালত।
-এটি