আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিটি কর্মীকে আল্লামা শামসুদ্দিন কাসেমী রহ.-এর আদর্শে আদর্শবান হতে হবে।
আজ ছাত্র জমিয়ত বাংলাদেশের আরজাবাদ মাদরাসা শাখা আয়োজিত তারবিয়াতি ইজতেমায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, আল্লামা শামসুদ্দিন কাসেমী রহ. ছিলেন ইসলামি রাজনীতির একজন প্রাণপুরুষ। তিনি বাতিলের পক্ষে কখনো মাথা নত করেননি। আজীবন ইসলামি রাজনীতিতে ইখলাসের সাথে কাজ করে গেছেন।
তিনি বলেন, আল্লামা শামসুদ্দিন রহ, নিজ আর্দশকে কখনো অন্যের কাছে বিকিয়ে দেননি। নিজের সবটুকু বিলিয়ে দিয়ে কাজ করে গেছেন জমিয়তের জন্য। রেখে গিয়েছেন দেশ-জাতির জন্য অনেক অবদান। তাই ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে তার আদর্শে আদর্শবান হয়ে মাঠে ময়দানে কাজ করে যেতে হবে।
মুফতি রহমতে এলাহী মুহাম্মাদ আরমানের সভাপতিত্বে, কাউসার আহমদের সঞ্চালনায়,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার মাহমুদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।
আরএম/