আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।
আজ বৃহস্পতিবার সকালে সরকারি কর্মচারীদের বহনকারী বাসে প্রথম হামলায় পাঁচ জন নিহত ও ১০ জন আহত হন। এর কয়েক মিনিট পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে সাত জন নিহত ও আহত হন ২০ জন।
কাবুলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ প্রধানের বৈঠকের সময় এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
-এটি