বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের অসংখ্য ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসরাইলি বাহিনী সুর বাহারের ওয়াদি এলাকায় ফিলিস্তিনিদের বাড়ি-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে; যা জাতিসংঘ রেজুলেশন ২৪২ ও ৩৩৮-এর চেতনার সম্পূর্ণ বিরোধী।

বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি একাত্মতা প্রকাশ করে বলা হয়, আমরা সম্প্রতি দেয়া ওআইসি মহাসচিবের বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।

এতে আরও বলা হয়, এ ধরনের অবৈধ কাজের জন্য ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এ ঘটনায় ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ