বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

দুধে সীসা, ক্যাডিমিয়াম পাওয়ায় ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পণ্যের মাননিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) অনুমোদিত ১০ কোম্পানির পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর সিসা ও ক্যাডিমিয়ামের অস্তিত্ব পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের হয় বলে জানান প্রতিষ্ঠানটির খাদ্য পরিদর্শক মো. কামরুল ইসলাম।

যে ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা), বারো আউলিয়া ডেইরি মিল্কের (ডেইরি ফ্রেশ), ইগলু, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ (ফার্ম ফ্রেস মিল্ক), আফতাব মিল্ক, শিলাইদহ ডেইরি (আলট্রা মিল্ক), আড়ং ডেইরি, প্রাণ মিল্ক, ইছামতি ডেইরি লিমিটেড (পিওর মিল্ক), সেইফ মিল্ক।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে দুধের এসব নমুনা পরীক্ষা করে গত ১৬ জুলাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চে প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে বলা হয়, আইসিডিডিআরবি, বাংলাদেশ পরমানু শক্তি কমিশন, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বিসিএসআইআর, প্লাজমা প্লাস, ওয়াফেন রিসার্চ’র ল্যাবে পাস্তুরিত, খোলা দুধ ও গোখাদ্য পরীক্ষা করে সংস্থাটি।

আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আদেশ ও রুল জারি করে। পাশাপাশি ক্ষতিকর সিসা ও ক্যাডিমিয়ামের বিষয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে তা জানতে ২৮ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য ধার্য রাখেন হাইকোর্ট। এছাড়া পশু চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া গাভীকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো বা শরীরে তা পুশ করা যাবে না বলে আদেশ দেয় হাইকোর্ট।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আর্থিক সহায়তায় গোখাদ্য, দুধ, দই ও বাজারে থাকা পাস্তুরিত দুধ পরীক্ষায় গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কীটনাশক, অ্যান্টিবায়োটিক ও সিসার উপস্থিতির প্রতিবেদন পাওয়ার পর গত ১১ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরই ধারাবাহিতায় পরবর্তী আদেশের প্রেক্ষিতে দুধ নিয়ে এ প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ