বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর কারণে রিফাত খুন হয়, দাবি মিন্নির বাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের স্ত্রী শামসুন্নাহার খুকীর বিরুদ্ধে রিফাত হত্যার অভিযোগ তুললেন মিন্নি শরিফের বাবা মোজাম্মেল হোসেন কিশোর।  কিশোরের অভিযোগ, খুকীর সঙ্গে বিরোধের কারণে রিফাত শরীফ খুন হয়েছেন।

বুধবার ২৪ জুলাই বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মিন্নির পরিবার। সেখানেই এই অভিযোগ করেন কিশোর।

সংবাদ সম্মেলনে মিন্নির বাবা বলেন, ‘কিছু দিন আগে রিফাত জেলা পরিষদের চেয়ারম্যানের বাসার গেটের সামনে মোটরসাইকেল পার্ক করতে গেলে চেয়ারম্যানের স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত তাকে গালি দেয়। একপর্যায়ে চেয়ারম্যানের স্ত্রী রিফাতকে দেখে নেওয়ার হুমকি দেন। রিফাত ও মিন্নি এ তর্কের ঘটনা আমাকে জানিয়েছিল।’

তিনি বলেন, ‘চেয়ারম্যানের স্ত্রী শামসুন্নাহার খুকী তার বোনের ছেলে রিফাত ফরাজী ও রিশান ফরাজীর কাছে এ বিষয়ে নালিশ করলে তাদের রিফাত হত্যার ঘটনায় অগ্রভাগে দেখা যায়। যেদিন হত্যাকাণ্ডটি ঘটেছিল সেদিন হত্যাকারীরা বলেছিল, “তুই আমার মাকে গালাগাল করেছিস। আমার চোখের দিকে তাকিয়ে বল।” রিফাত ও রিশান ফরাজী শামসুন্নাহার খুকীকে ‘মা’ বলে সম্বোধন করে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এ বিষয়ে সব তথ্য বেরিয়ে আসবে।’

মামলার তদন্তের দায়িত্ব বরগুনার পুলিশের হাতে থাকলে তারা মিন্নিকে ফাঁসিয়ে মূল খুনিদের আড়াল করবে বলে অভিযোগ করেন ‍নিহত রিফাত শরীফের শ্বশুর। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের স্বার্থে মামলার তদন্ত পিবিআইতে হস্তান্তর করার অনুরোধ জানান তিনি।

অবশ্য রিফাত শরীফের সঙ্গে শামসুন্নাহার খুকী ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই বলে দাবি করেছেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেছেন, তার স্ত্রীর সঙ্গে তাদের বাসার সামনে রিফাত শরীফের কোনো বাগবিতণ্ডার ঘটনা ঘটেনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ