বেলায়েত হুসাইন ♦
লক্ষ্য করলে দেখা যায়,ইহুদিদের অনেক পুরুষই টুপি জাতীয় এক ধরণের ছোট কাপড় দিয়ে তাদের মাথার তালুটা ঢেকে রাখে। তাদের ধর্মীয় পরিভাষায় যাকে কিপ্পা বলা হয়। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদে এসেছে,‘তুমি তোমার মাথা ঢেকে রাখো,যেন আসমানের কোন ক্রোধ ও গজব তোমার উপর পতিত না হয়’।
এ ধর্মবিশ্বাস থেকেই ইহুদিজাতি নিজেদের মাথা ঢেকে রাখার সংস্কৃতি পালন করে থাকে। ‘ইবাদত-অর্চনা’ করার সময় ছোট এ টুপি পরিধান করা তাদের ধর্মের আবশ্যকীয় নিয়ম। তবে অন্যান্য সময়ে এটা পরায় কোন বাধ্যবাধকতা নেই।
ইহুদিদের বিশেষ এ টুপি বিভিন্ন রঙের হয়। মতবাদ ও স্তরের তারতম্য বিবেচনায় আলাদা আলাদা রঙ নির্ধারণ করা আছে। ইহুদিধর্মের রক্ষণশীল ও সংস্কারকদের জন্য সাদা রঙের টুপি,আর কালো টুপি পরিধান করে কট্টর ইহুদীগণ এবং ঐ ধর্মের শিক্ষার্থীরা। আর বাকি রঙগুলো সাধারণ শ্রেণীর জন্য। সূত্র: ইসলাম ওয়ে
-এটি