আওয়ার ইসলাম: বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানির তারিখ আগামী ৩০ জুলাই দিন ধার্য করেছে জেলা ও দায়রা জজ আদালত।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান আগামী ৩০ জুলাই শুনানির দিন ধার্য করেন।
আদালতে মিন্নির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম।
মিন্নির আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম বলেন, ৩০ তারিখে আশা করি মিন্নি জামিন পাবে।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ভূবন চন্দ্র হাওলাদার বলেছেন, ‘আজকে বিচারক বলেছেন, মিন্নির নথি নিম্ন আদালতে থাকায় বিচারক নথি তলব করেছে ৩০ তারিখে শুনানির জন্য, তবে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই জামিনের বিরোধীতা করব।’
-এটি