আওয়ার ইসলাম: বন্যায় ফরিদপুরে পানিবন্দী রয়েছেন ২২৩টি গ্রামের মানুষ। বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বর্তমানে বিপদসীমার ৪৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ওই পয়েন্টে পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার কমেছে। জানিয়েছেন গোয়ালন্দ পয়েন্টের গেজ রিডার ইদ্রিস আলী।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ফরিদপুরের বন্যা কবলিত তিনটি উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান রোববার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, বন্যার্তদের পাশে সরকারি কর্মকর্তারা সবসময় রয়েছেন, পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। এখন পর্যন্ত চারটি উপজেলায় ১৫টি ইউনিয়নে ২৮০ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা দেয়া হয়েছে।
-এটি