আওয়ার ইসলাম: পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টসহ ৭ টি পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে আইসিডিডিআরবি, বিসিএসআইআর ও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউট।
আজ মঙ্গলবার প্রতিবেদন দেয়ার কথা থাকলেও জনস্বাস্থ্য ইন্সটিটিউট সময় চেয়ে আবেদন করেছে। এর আগে গত ১৪ জুলাই, বিএসটিআই এর নিবন্ধিত সব ব্র্যান্ডের পাস্তুরিত দুধে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, ফরমালিন, ডিটারজেন্টসহ কোনো ক্ষতিকর উপাদান আছে কি না তা পরীক্ষা করতে নির্দেশ দেয় হাইকোর্ট।
ল্যাবরেটরির প্রতিনিধিদের উপস্থিতিতে বাজার থেকে দুধের নমুনা সংগ্রহ করে এক সপ্তাহের মধ্যে নির্ধারিত চারটি ল্যাবে পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়।
এছাড়াও দুধে অ্যান্টিবায়োটিক-ডিটারজেন্ট আছে কি না তা পরীক্ষার সক্ষমতা অর্জন করতে বিএসটিআই এর ল্যাবরেটরির কি পরিমাণ সময় ও অবকাঠামো প্রয়োজন সে বিষয়েও একটি কর্মপরিকল্পনা আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়।
-এটি