আওয়ার ইসলাম: রাজধানী ঢকাতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় সাড়ে ৪ হাজার রোগী। হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এরই মধ্যে ডেঙ্গু জ্বরে মারা গেছেন ২২ জন। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
হাসপাতালগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে গত দুইদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৫৭৩ জন। রোগীর চাপ বৃদ্ধির কারণে সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে মেঝে ও করিডোরে সেবা দেয়া হচ্ছে রোগীদের।
বেসরকারি হাসপাতালগুলোতে বেড না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। ভুক্তভোগীরা বলছেন, বেশিরভাগ হাসপাতালেই পাওয়া যাচ্ছে না সিট।
এছাড়াও প্লাটিলেট কমে যাওয়ায় রক্ত সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে রোগীদের স্বজনরা।
-এটি