আওয়ার ইসলাম: ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুরে তুরাগ নদে পড়ে একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে গেছে। ট্যাক্সিক্যাবে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
রোববার (২১ জুলাই) রাত ৮টার দিকে ব্রীজের নিচ থেকে তুরাগ নদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে সাভার, মিরপুর ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজ চালাচ্ছে।
এ বিষয়ে পুলিশ জানায়, হলুদ রংয়ের একটি ট্যাক্সিক্যাব ঢাকা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালেহপুর ব্রীজের নিচে তুরাগ নদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিরের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ট্যাক্সিক্যাব ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে। তবে ট্যাক্সিক্যাবটিতে কতজন যাত্রী ছিল তা জানাতে পারেনি পুলিশ। ট্যাক্সিক্যাবটি উদ্ধারের পর হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
ট্রাফিক পুলিশের আমিনবাজার বক্সের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সড়কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে, একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব সাভার থেকে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আমিনবাজার তুরাগ সেতুর পাশ দিয়ে নদীতে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী জসিম জানান, রাতে রিকশাযোগে যাওয়ার পথে ঢাকাগামী হলুদ রঙের ট্যাক্সিক্যাব একটি বাসকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। পরে ট্যাক্সিক্যাবটি সালেহপুর ব্রীজের কিছু আগে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। পরে দ্রুত ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিসের ৫নং জোনের কমান্ডার আনোয়ারুল হক বলেন, ৯৯৯-এর খবরে আমিন বাজার সালেহপুর ব্রীজের নিচে তুরাগ নদে একটি ট্যাক্সি পানিতে পড়ে গেছে বলে জানতে পাই। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা জানার চেষ্টা শুরু করেন তারা। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ চালাতে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
-এএ