বেলায়েত হুসাইন ♦
কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসছে ইসরায়েল।
এরই মধ্যদিয়ে সৌদি ও ইরাকের সাংবাদিকদের সঙ্গে ইসরায়েলের প্রথম সরকারী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। খবর ডেইলি সাবাহর।
গতকাল (২১ জুলাই) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,উপসাগরীয় যে রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই,তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার জন্যই ৬ সদস্য বিশিষ্ট আরবি এ সাংবাদিকদেরকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ধারনা, ফিলিস্তিনি ভূমির উপর দখলদারিত্বের কারণে আরব রাষ্ট্রগুলো তাদের স্বীকৃতি না দিলেও ইরান ইস্যুতে ইসরায়েল এবং আরবরাষ্ট্রগুলোর অবস্থান এক, দেরিতে হলেও এ ব্যাপারটি মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রাখবে।
দখলদার পররাষ্ট্রমন্ত্রণালয় এও আশা করছে, খুব শিগগির আরব সাংবাদিকদের সঙ্গে জর্ডান প্রতিনিধিও যুক্ত হবেন। কারণ হিসেবে যুক্তি দেয়া হচ্ছে, শুধুমাত্র জর্ডান আর মিসরই আরব দেশসমূহের মধ্য থেকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সূত্র: ডেইলি সাবাহ
-এটি