আওয়ার ইসলাম: তিন দিনের যুক্ররাষ্ট্র সফরে শনিবার মার্কিন মুলুকে পা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পাক প্রধানমন্ত্রীর প্রথম যুক্তরাষ্ট্র সফর এটি।
সফরের অংশ হিসেবে রোববার তিনি ওয়াশিংটনে ক্যাপিটল ওয়ান এরিনাতে বিশাল এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। কিন্তু সেখানে বক্তব্যের মাঝামাঝি সময় পাকিস্তান বিরোধী স্লোগানের মুখোমুখি হন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, বেলুচিস্তানের অধিকারকর্মীদের স্লোগানে ইমরান খানের বক্তব্য বিঘ্নিত হয়। ইমরান খান তার বক্তব্যের মাঝামাঝি, এমন সময় তিনজন বেলুচ অধিকারকর্মী স্লোগান দেয়া শুরু করেন। এ বিষয়ক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে মুত্তাহিদা কওমি মুভমেন্ট এবং অন্য সংখ্যালঘুদের গ্রুপগুলোও ইমরান খানের সফরের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ করেছে বলে ভারতের বার্তা সংস্থা এএনআই-েএর খবরে বলা হয়। যদিও পাকিস্তানের গণমাধ্যমে এমন কোন খবর পাওয়া যায়নি।
আরএম/