আবদুল্লাহ তামিম: আবারো ‘জয় শ্রীরাম’ না বলায় নির্যাতনের শিকার হয়েছে ভারতে। এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ। শুক্রবার ইমরান ইসমাইল প্যাটেল নামে এক হোটেলকর্মীকে বেধড়ক মারধর করে ‘জয় শ্রীরাম’ বলায় অজ্ঞাত পরিচয় কয়েকজন। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ঔরাঙ্গাবাদের বেগমপুরা এলাকায়।
জানা যায়, শুক্রবার সকালে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। সেসময় বেগমপুরা এলাকার হাডকো কর্নারে তাঁর রাস্তা আটকায় ১০ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। এরপর তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে বলা হয়।
ইসমাইল ওই দুষ্কৃতিদের দাবি মানতে না চাইলে, ওখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয় ‘জয় শ্রীরাম’। এ সময় ইসমাইলকে মার খেতে দেখে এগিয়ে আসে গনেশ নামে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা। তারাই ওই হোটেলকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
পুলিশের ইন্সপেক্টর মধুকর সাভান্ত জানিয়েছেন, এ ঘটনার অভিযোগ আমরা পেয়েছি, ইতিমধ্যে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি ১৫৩–এ এবং ১৪৪ ধারায় মামলা দায়ের হয়েছে।
-এটি