আওয়ার ইসলাম: বরগুনায় রিফাত হত্যা মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে শনিবার বিকেলে আদালতের বিচারক মুহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। দুপুর দেড়টায় শুরু হওয়া জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত এ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মিন্নি ও রিফাত ফরাজীসহ ১৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
শুক্রবার (১৯ জুলাই) আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি হত্যা পরিকল্পনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন কিনা তা স্পষ্ট করেনি পুলিশ।
-এএ