বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পুলিশ যা বলতে বলেছে, আদালতে তাই বলেছে সে: মিন্নির বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রথম সাক্ষী থেকে আসামি বনে যাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নির সঙ্গে গতকাল শনিবার কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চাঞ্চল্যকর এক অভিযোগ তুলেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন।

কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের মোজাম্মেল হোসেন বলেন, রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ যা বলতে বলেছে মিন্নি আদালতে তাই বলেছে। না বললে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হবে বলে মিন্নিকে হুমকি দেয়া হয়।

মিন্নির বাবা গণমাধ্যমকে আরও বলেন, ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কী বলেছে, তা মেয়ের কাছে জানতে চেয়েছি। জবাবে সে (মিন্নি) বলেছে, পুলিশ যেভাবে বলতে বলেছে, জবানবন্দিতে সেভাবেই বলেছি।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘তার মেয়েকে ফাঁসানো হয়েছে’ এমন অভিযোগ তুলে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন মোজাম্মেল হোসেন।

উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে জখম করেন রিফাত শরীফকে। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

পরে রিফাত শরীফের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যাতে প্রথম সাক্ষী হিসেবে রাখা হয় মিন্নিকে। গত ১৬ জুলাই জিজ্ঞেসাবাদের জন্য থানায় নেওয়া হয় আয়েশা সিদ্দিকা মিন্নিকে। জিজ্ঞেসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত মিন্নির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রিমান্ড শেষে মিন্নির জামিন আবেদন করেন তার আইজীবী। আদালত তা নামঞ্জুর করেছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ