আওয়ার ইসলাম: জার্মানের মুনস্টার শহরের একটি মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে মসজিদের ক্ষতি করেছে।
জার্মানের মুনস্টার শহরের মিন্ডেন অঞ্চলের বারবারোস মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়েছে বলে জানা যায়। তুরস্কের ইসলামিক অ্যাসোসিয়েশনের তুর্কি ধর্মীয় বিষয় সংস্থা ডায়টেড এর পক্ষ থেকে মসজিদ নির্মাণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, ১৭ জুলাই অজ্ঞাত ব্যক্তিরা বারবারোস মসজিদে হামলা চালিয়ে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে এ মসজিদ ও পবিত্র কুরআনের অবমাননা করেছে।
বারবারোস মসজিদের আঞ্জুমানের প্রধান সাবাহুদ্দিন চিদাম বলেছেন, ইসলাম বিদ্বেষীরা এই মসজিদ হামলা চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। আমরা এদেশের নিরাপত্তা বাহিনীর নিকটে সুষ্ঠু তদন্ত করে দ্রুত ঘাতকদের গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি।
বিগত ১০ দিনে জার্মানের বিভিন্ন মসজিদে মোট ৭ বার হামলা চালানো হয়েছে। এরমধ্যে ৬টি মসজিদই তুর্কি-ইসলামি ইউনিয়নের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে এবং এই ইউনিয়ন কর্তৃক পরিচালিত হচ্ছে এবং অপর একটি মসজিদ হচ্ছে আরব নাগরিক বা অভিবাসীদের অন্তর্গত।
-এটি