আওয়ার ইসলাম: চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদের বারান্দা থেকে দারুল ইমাম ইন্টারন্যাশনাল হজ কাফেলার এক কর্মকর্তার রিয়েলভর্তি ব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার দাবি, তার ব্যাগে ৫৫ হাজার রিয়েল ছিল।
গতকাল শুক্রবার বিকেলে ৪টার পর বিমানবন্দর মসজিদের বারান্দা থেকে ৪ জন লোক ব্যাগটি নিয়ে মূল ফটক দিয়ে বেরিয়ে যান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, একটি হজ কাফেলার কর্মকর্তা মুহা. নুরুল ইসলাম অভিযোগ করেছেন তার ব্যাগ চুরি হয়েছে এবং তাতে ৫৫ হাজার রিয়েল (বাংলাদেশি ১২ লাখ টাকা) ছিল।
মসজিদের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ১৩ মিনিটের দিকে হজপোশাক পরিহিত চারজন নুরুল আবসারের পাশ থেকে ব্যাগটি নিয়ে দ্রুত বিমানবন্দরের মূল ফটকের দিকে চলে যান। এ সময় নুরুল আবসারকে অন্যমনস্ক দেখা যায়।
শহীদুল ইসলাম বলেন, ওই হজ কাফেলার অধীনে কর্মকর্তাসহ ১৫৮ জন রাত আটটার হজ ফ্লাইটে সৌদি আরব গেছেন। তবে রিয়েলসহ ব্যাগ চুরির ঘটনাকে ঘিরে যাতে কাফেলার হাজিদের হয়রানি না করেন সে জন্য লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১২ জুলাই বিমানবন্দরের মসজিদের ভেতর নামাজ আদায়ের পর হেরেম পরিধানের সময় এক হজযাত্রীর ৫ হাজার রিয়েল চুরি হয়।
-এএ